পুতিনের খবর পড়তে গিয়ে একি করলেন উপস্থাপিকা

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বুচা শহরে অভিযান চালানো রুশ সেনাদের প্রশংসা করছেন, এমন খবর পড়ার সময় লাইভ সম্প্রচারেই প্রায় কেঁদেই ফেলেছেন জাপানের এক সংবাদ পাঠিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইয়োমিকো মাতসুও নামে ওই সংবাদপঠিকার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ডেইলি মেইল জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট যখন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর জন্য তার দেশের সেনাদের ‘রোল মডেল’ বলে পুরস্কৃত করেন। সেই খবর পড়ার সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি ওই সংবাদ পাঠিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে পোস্ট করা একটি ভিডিওতে মাতসুওকে প্রাণপণে কান্না চাপাতে দেখা গেছে। এ সময় আমি দুঃখিত, আমাকে মাফ করবেন বলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে তাকে কিছুক্ষণ চুপ করে থাকতে দেখা যায় বলে ডেইলি মেইল জানিয়েছে।

এরপর গভীরভাবে শ্বাস নিয়ে তিনি বলতে শুরু করেন, ইউক্রেন যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

রেডিটের ব্যবহারকারীরা মাতসুওর সাহসের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, জাপানিদের জন্য জনসমক্ষে এই আবেগ দেখানো একটি বিশাল ব্যাপার।
কয়েকজন লিখেছেন, তারাও মাতসুওর মতোই কেঁদেছেন এবং তার মতো একই যন্ত্রণা অনুভব করেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর