কুয়েত প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র জমা

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ মঙ্গলবার ক্রাউন প্রিন্সের কাছে তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত সপ্তাহে তিনজন বিরোধী সাংসদ প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর এ পদত্যাগ করা হয়েছিল, তার বিরুদ্ধে দুর্নীতি দমনে ব্যর্থ হওয়ার অভিযোগে। শেখ সাবাহ স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করেছেন। তুমুল বিতর্কের পর বিরোধী দলের ১০ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসহযোগ প্রস্তাব দাখিল করেন।

ফলে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শিগগিরই পদত্যাগের বিষয়ে একটি সিদ্ধান্ত জারি করবেন বলে আশা করা হচ্ছে।

আইনে আমিরের দুটি বিকল্প পদ আছে— হয় পদত্যাগপত্র গ্রহণ করা এবং পরবর্তী মন্ত্রিসভা গঠনের জন্য একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা, অথবা তিনি জাতীয় পরিষদ ভেঙে দিয়ে নির্বাচনের ডাক দিতে পারেন।

শেখ সাবাহ মাত্র দুই বছর সরকারপ্রধানের দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন। ২০১৯ সালে তার মেয়াদকাল শুরু হয়, তিনি বিধানসভা এবং সরকারের মধ্যে চলমান রাজনৈতিক বিরোধ প্রতিফলিত করে চারটি মন্ত্রিসভা গঠন করেন।

গত দেড় বছরে এটি কুয়েতের তৃতীয় যৌথ সরকারের পদত্যাগ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর