Russian President Vladimir Putin shakes hands with Pakistan's Prime Minister Imran Khan during a meeting in Moscow, Russia February 24, 2022. Sputnik/Mikhail Klimentyev/Kremlin via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY.

ইমরান খানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র: রাশিয়া

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র।  খবর দ্য ডনের।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া জানতে পেরেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভি ৩ এপ্রিল সংসদ ভেঙে দিয়েছেন।

তিনি বলেন, ২৩-২৪ ফেব্রুয়ারি ইমরান খানের রাশিয়া সফরের ঘোষণা আসার পরই তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা একজোট হয়ে বাজেভাবে ইমরানের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করে।  এ সফর বাতিলের জন্য আলটিমেটাম দেয়।

কোনো কিছুতে ইমরান খানকে থামানো যায়নি বলে ওয়াশিংটন পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকেও নাকি সফর বাতিল করার জন্য চাপ দিয়েছিল এমন দাবিই করেছে মস্কো।

পরে ইমরান খানকে সরিয়ে দিলেই কেবল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব যুক্তরাষ্ট্র এমন হুমকি দিয়েছে বলেও উল্লেখ করা হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

রাশিয়ার দাবি, এসব ঘটনাতের কারণে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অবাধ্য ইমরান খানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত আসে।

মারিয়া বলেন, ‘নিজের স্বার্থ হাসিলে এটি যুক্তরাষ্ট্রের স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর আরেকটা নির্লজ্জ চেষ্টা। ওপরের সব ঘটনা সেই সাক্ষ্যই দিচ্ছে।’

ইমরান খানও অনাস্থা ভোটকে বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, তার রাশিয়া সফরকে ভালোভাবে নিতে পারেনি পশ্চিমা বিশ্ব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর