ইউক্রেনের মিসাইলে দুই টুকরো হয়ে গেল রুশ হেলিকপ্টার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেন থেকে ছোড়া মিসাইলে রাশিয়ার একটি হেলিকপ্টার দুই টুকরো হয়ে গেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে সোমবার এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ব্রিটিশ-নির্মিত স্টারস্ট্রিক বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, মিসাইলের আঘাতে এমআইটুএইটএন হেলিকপ্টারের লেজ ভেঙে যাচ্ছে। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে হেলিকপ্টারকে মিসাইল আঘাত হানে বলে দ্য টাইমস জানিয়েছে।

প্রতিবেদনটি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে ইউক্রেনে বিমান বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন ছিল বলে টাইমস জানিয়েছে।

চলতি বছরের মার্চ মাসে ইউক্রেনকে স্টারস্ট্রিক হাই-ভেলোসিটি মিসাইল সিস্টেম সরবরাহ করেছিল ব্রিটেন। সে সময় ব্রিটেন ইউক্রেনকে পরবর্তী প্রজন্মের লাইট অ্যান্টি-ট্যাংকও সরবরাহ করে।

স্টারস্ট্রিক দিয়ে ওই হামলার একটি ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়। ওই ভিডিও যাচাই করা হয়েছে বলে দ্য টাইমস জানিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র  দ্য টাইমসকে জানিয়েছে, ভিডিওটিতে স্টারস্ট্রিক দিয়ে গুলি চালানোর দৃশ্য দেখা গেছে।

ওই সূত্রটি আরও জানায়, ইউক্রেনীয় বাহিনী প্রায় এক সপ্তাহ ধরে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে।
দ্য টাইমস জানিয়েছে, প্রতিরক্ষা খাতের সিনিয়র সূত্র যারা ভিডিও পরীক্ষা করেছেন তারাও বিশ্বাস করেছেন যে এটা স্টারস্ট্রিক দিয়ে হামলার দৃশ্য।

স্টারস্ট্রিক সিস্টেমটি  ইউরোপের শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল-নির্দেশিত অস্ত্রের জন্য ইলেকট্রনিক সাবসিস্টেমের সরবরাহকারী থ্যালেসের তৈরি।  ব্রিটিশ সেনাবাহিনীর মতে, স্টারস্ট্রিক একটি ‘অত্যন্ত সক্ষম বিমান প্রতিরক্ষা অস্ত্র’ যা হেলিকপ্টারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর।

স্টারস্ট্রিক শব্দের তিনগুণের চেয়েও বেশি গতিতে যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র কাঁধ, যানবাহনের সঙ্গে বেঁধে কিংবা ভূমি থেকেও চালানো যায়।

তবে ইউক্রেনে কাঁধ থেকে গোলা ছুড়তে সক্ষম স্টারস্ট্রিক পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর