কন্যাসন্তানের জন্ম দিলেন রুশ হামলায় বেঁচে যাওয়া সেই নারী

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের মারিওপোল শহরের একটি মাতৃসদন হাসপাতালে রুশ বাহিনীর ভয়াবহ বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া মারিয়ানা ভিশেগিরস্কায়া মা হয়েছেন। বেঁচে যাওয়ার একদিন পরেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই নারী।  খবর বিবিসির।

ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়ত জাতিসংঘকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, কন্যাশিশুটির নাম রাখা হয়েছে ভেরোনিকা।

শুক্রবার বিকালে ভিশেগিরস্কায়ার ছবি তুলেন সের্গেই কিসলিয়ত। তিনি বলেন, খুবই ভালো একটি খবর আছে, অন্তঃসত্ত্বা মারিয়ানা ভিশেগিরস্কায়া শেষ রাতে সুস্থ কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তার নাম ভেরোনিকা। তার বাবা সঙ্গেই আছেন। তার সম্পর্কে, পরিবার এবং ঘটনা নিয়ে রাশিয়ার মিথ্যা অপবাদ কিছু আসে যায় না।

রাশিয়ার ওই হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে রক্তাক্ত অবস্থায় বের হচ্ছেন সেই গর্ভবতী।

ইউক্রেনের গণমাধ্যমের দাবি, রাশিয়ার ওই হামলায় তিনজন নিহত হন।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিওবার্তার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়া কেমন রাষ্ট্র? এরা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালেরও ভয় পায়!

যদিও মস্কো প্রথম থেকেই হাসপাতালটিতে রুশ বাহিনীর হামলার ঘটনা অস্বীকার করে আসছে।

ভিশেগিরস্কায়ার ছবি ও হামলার ঘটনাকে রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অ্যাখা দিয়েছেন যুক্তরাজ্যের রুশ দূতাবাস।

এক টুইট বার্তায় তারা লেখে, ভিশেগেরিস্কায়াকে একজন অভিনেত্রী এবং ঘটনাটিকে সাজানো।

অবশ্য রাশিয়ার দূতাবাসের এই টুইট কিছুক্ষণ পরে সরিয়ে নেয় টুইটার কর্তৃপক্ষ।

টুইটারে জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি লেখেন— ‘এভাবেই ভুয়া খবরের জন্ম হয়।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর