১১৪ মাছের দাম ৬০ লাখ টাকা!

হাওর বার্তা ডেস্কঃ আলাদিনের চেরাগ পাওয়ার মতো। রাতা রাতি হয়েগেলেনে অর্ধকোটি টাকার মালিক। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে উঠেছিল ১১৪টি তেলিয়া ভোলা মাছ। ভারতের ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে সেই মাছ বিক্রি হয়েছে ৬০ লাখ টাকায়। এই মাছ দেখতে মঙ্গলবার আড়তে ভিড় জমান বহু মানুষ৷ খবর আনন্দ বাজার।

প্রতিবেদনে উল্লেখ্য আছে, মৎস্যজীবী সংগঠনগুলোর সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই কাকদ্বীপ থেকে মৎস্যজীবীদের নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলার ‘এফবি গিরিবালা’। সমুদ্রে মাছ ধরার সময় জালবন্দি হয় তেলিয়া ভোলা মাছের একটি ঝাঁক। জাল ট্রলারে তুলে দেখা যায় ১১৪টি তেলিয়া ভোলা ধরা পড়েছে। এর পর কালবিলম্ব না করে ট্রলার নিয়ে কাকদ্বীপ বন্দরে ফিরে আসেন ওই মৎস্যজীবীরা।

সোমবার মাছ নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার আড়তে। সেখানেই নিলামের মাধ্যমে ৬০ লাখ টাকায় বিক্রি হয় সেই মাছ। ট্রলার মালিক তপন গিরি বলেন, ‘অন্যান্য সামুদ্রিক মাছের মতো চাইলেই তেলিয়া ভোলা ধরা সম্ভব নয়। ভাগ্যে ছিল বলেই আমরা ১১৪টি মাছ পেয়েছি।’
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর