ফুটবলে প্রথম জয় পেল সৌদি নারীরা, যা বললেন পেলে

হাওর বার্তা ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জনপ্রিয়তার তালিকায় প্রথম পছন্দ ফুটবল। দেশটির পুরুষ দল বিশ্বকাপ আসরেও অংশ নেয়।

গত মাসেই নারী ফুটবল দল গড়েছে সৌদি আরব। আর দল গড়ার এক মাস পরেই জয়ে স্বাদ পেয়েছে দলটি।

সৌদি নারীদের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন ফুটবলের কালোমানিক পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি লিখেছেন, ‘আমি সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় নারী দলকে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় অভিনন্দন জানাই। আজকের দিনটা শুধু তোমাদের জন্য নয়, পুরো ফুটবল দুনিয়ার জন্যই ঐতিহাসিক।’

 

রোববার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পূর্ব আফ্রিকার দেশ সিসিলসকে ২-০ গোলে হারায় সৌদি নারী ফুটবল দল।

মালদ্বীপে অনুষ্ঠিত ম্যাচটিতে সিসিলসের বিপক্ষে ১৪তম মিনিটেই দলকে লিগ এনে দেন আল বানদারি মুবারাক।

১-০ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মরিয়ম আল তামিমি। একটি গোলও শোধ করতে পারেনি সিলিলস।

আগামী ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে সৌদি নারীরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর