বাংলাদেশকে আরও ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

হাওর বার্তা ডেস্কঃ জাপান সরকার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে বাংলাদেশকে অতিরিক্ত আরও ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে। মঙ্গলবার জাপানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে ৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে ডব্লিউএফপিকে। এই অর্থের মাধ্যমে কক্সবাজার, ঈশ্বরদী এবং পটুয়াখালী জেলার কৃষি অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় বাজার ব্যবস্থাপনা জোরদার করা হবে।

এছাড়া ৪ দশমিক ৪৭ মিলিয়ন ডলার দেওয়া হবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে। এই অর্থ কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয়দের জন্য নভীর নলকূপ স্থাপন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝঁকি হ্রাস কার্যক্রম, চিকিৎসা সুবিধা এবং টয়লেট রক্ষণাবেক্ষণে ব্যয় হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর