ধারালো অস্ত্র নিয়ে বাবুল সুপ্রিয়র ওপর হামলা

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় সংগীতশিল্পী ও তৃণমূল কংগ্রেসের নেতা বাবুল সুপ্রিয়কে জনসম্মুখে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বাবুল।

এ নিয়ে রোববার একাধিক টুইটবার্তা প্রকাশ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, বাবুল গোয়ায় নির্বাচনি প্রচারে গিয়েছিলেন। সেখানে হঠাৎ এক দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

বাবুল টুইটারে বলেন, আমি একাই হামলাকারীকে শায়েস্তা করতে পারতাম। তবে সঙ্গে সঙ্গেই পুলিশ এসে তাকে আটক করে। অবশ্য এখনও এ ঘটনার কোনো লিখিত অভিযোগ করেননি বাবুল।

টুইটারে তিনি আরও লেখেন— গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারী আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি। কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের সঙ্গেই যোগসাজশ রয়েছে ওই দলটির।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর