বিনয় মুখোপাধ্যায় ও মোহাম্মদ নাসির আলীর জন্ম আজকের এই দিনে

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১০ জানুয়ারি ২০২২, সোমবার। ২৬ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৬৬৩- ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস রাজকীয় আফ্রিকান উপনিবেশের সনদ মঞ্জুর করেন।
১৮৩৯- ভারত থেকে প্রথম যুক্তরাজ্যে চা আসে।
১৯৬৮- চাঁদে মহাশূন্য যানের পদাপর্ণ এবং পৃথিবীতে ছবি প্রেরণ শুরু হয়।
১৯৭২- পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
২০২০- দশকের প্রথম ‘উল্ফ মুন এক্লিপ্স’।

জন্ম
১৯০১- প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমির বরণ।
১৯০৮- বাঙালি সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায়। বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকার ফেগুনামার গ্রামে জন্ম হয় তার। একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও প্রাবন্ধিক। কর্মজীবনে ‘যাযাবর’ ছদ্মনামে তার লেখা ‘দৃষ্টিপাত’ গ্রন্থটি পঞ্চাশের দশকে বাঙালি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। ২০০২ খ্রিস্টাব্দের ২২ শে অক্টোবর দিল্লিতে প্রয়াত হন এই খ্যাতনামা সাহিত্যিক।
১৯১০- বাংলাদেশের শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী। ঢাকা জেলার বিক্রমপুরের একটি গ্রাম দাহদায় জন্ম তার। তিনি সাধারণত ছোটদের জন্য লিখেছেন এবং সাহিত্যচর্চায় প্রতিষ্ঠা লাভ করেন শিশুসাহিত্যিক হিসেবে। ছোটদের জন্য শিক্ষামূলক গল্প, প্রবন্ধ ও জীবনকথা রচনায় দক্ষতার পরিচয় প্রদান করেন।

মৃত্যু
১৯৫১- নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার সিনক্লেয়ার লুইস।
১৯৫৭- চিলির নোবেলজয়ী নারী সাহিত্যিক গ্যাব্রিয়েল মিস্ত্রাল।
১৯৬৮- বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও “জাপান-বন্ধু ভারতীয়” নামে সুপরিচিত রাধাবিনোদ পাল।
১৯৮২- ভারতীয় বাঙালি সংগীত পরিচালক, গীতিকার ও গায়ক সুধীন দাশগুপ্ত।

দিবস
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বাংলাদেশ

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর