হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটের দিকে রাহাত টাওয়ারের ১১তলায় আগুন লাগে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার রাইজিংবিডিকে বলেন, ‘রাহাত টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
স্থানীয়রা জানান, রাহাত টাওয়ারের টপ ফ্লোর থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। তা দেখে ভবনে থাকা অনেক লোক তাড়াহুড়া করে নিচে নেমে আসেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।