,

082125delhiJPG800x483

দিল্লিতে করোনা সংক্রমণের ৮৪ শতাংশই ওমিক্রন

হাওর বার্তা ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংগৃহীত করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষায় ৮৪ শতাংশই ওমিক্রন পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।

এর আগে ৩০-৩১ ডিসেম্বরের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরপর দিল্লির নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে গতকাল জানানো হয়, দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত চার হাজার রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার সাড়ে ছয় শতাংশ।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন ধরন ছড়িয়ে গেছে। তার মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ৫১০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে।

এরপর দিল্লিতে ৩৫১ জন শনাক্ত হয়েছে। গতকাল ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৭০০ ছুঁয়েছে।  রবিবার শনাক্ত রোগী ছিল তিন হাজার ১৯৪ জন, যা আগের দিনের তুলনায় ১৫ শতাংশ বেশি ছিল।

এদিকে পাকিস্তানে গতকাল ৭০৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। গত বছরের ৩০ অক্টোবরের পর গতকালই প্রথম দৈনিক সংক্রমণ ৭০০ ছাড়াল। গত বছরের ওই দিনে ৭৩৩ জন রোগী শনাক্ত হয়েছিল। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) জানিয়েছে, শনাক্তের হার ১.৫৫ শতাংশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর