মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের কোনো ভোগান্তি সৃষ্টি করা হয়নি: প্রবাসী কল্যাণমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেন, অতীতে অনেক কিছু হয়েছে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে এই অতীতকে দূর করার চেষ্টা করে এসেছি। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী নই। মন্ত্রনালয়ের পক্ষ থেকে প্রবাসী কোনো শ্রমিকদের ভোগান্তির সৃষ্টি করা হয়নি। তবে তবে বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং বিমানের বেশি ভাড়ার বিষয়ে সিভিল অ্যাভিয়েশন, ইমিগ্রেশন ও বিমানকে জিজ্ঞাসা করার পরামর্শ দিয়েছি।

শুক্রবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদেশের শ্রমবাজার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ইমরান আহমদ।

এসময় তিনি বলেন, ‘আমি চিল্লাতে চিল্লাতে, চিঠি দিতে দিতে এ মুহূর্ত পর্যন্ত আমি অপারগ।’ রিক্রুটিং এজেন্সি ও দালালের বিষয়ে বলেন, ‘অতীতে অনেক কিছু হয়েছে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে এই অতীতকে দূর করার চেষ্টা করে এসেছি। আমি কিন্তু কোনো সিন্ডিকেটের পক্ষপাতী নই। এর মধ্যেই আমাদের কানে চলে আসে যে আমরা কত কিছু করছি। কে পয়সা কোথায় খাচ্ছে, কে দুবাইতে গিয়ে পয়সা খাচ্ছে। এর মধ্যে আমার নামও আসছে। এ ধরনের রিউমার পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য করা হয়।’

মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে মন্ত্রী বলেন, তিন বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে রোববার। আজ সকালের সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পুরো ডিটেইলস পাবেন না এখন। একটা বিষয় আছে যে ডকুমেন্ট স্বাক্ষর না হওয়া পর্যন্ত এটার ডিটেইলগুলো কিন্তু জানানোর কথা নয়। আমি যা বলব, ভাসা-ভাসা বলব। স্বাক্ষর করার পর জিজ্ঞাসা করলে ডকুমেন্টে কী আছে, তা আমি বলব। কারণ, দুই দেশের মধ্যে সমঝোতা, এখানে কিন্তু কনফিডেন্সিয়ালিটির একটা বিষয় আছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর