এ মাস থেকে বুস্টার ডোজ দেওয়া হবে

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাস থেকে করোনার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ মাসেই দেওয়া হবে দেড় কোটি ডোজ।

সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের সীমান্ত ও বিমানবন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দেওয়া হয়েছে। ষাটোর্ধ্ব ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হবে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর