বন্যা-ভূমিধস: কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা

হাওর বার্তা ডেস্কঃ বড় ধরনের বন্যা ও ভূমিধসের জেরে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ফেডারেল সরকার ঘোষণা দিয়েছে, সেখানে বড় ধরনের সহায়তা দেবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যা ও ভূমিধসে অন্তত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছেও, সেখানে নিহতের সংখ্যা বাড়ছে।

জানা গেছে, বানের পানিতে রাস্তাঘাট ভেঙে গেছে এবং পার্বত্য অঞ্চলের লোকজন আটকে পড়েছে। অন্তত তিনজন নিখোঁজ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্রান্স টোয়েন্টিফোর। কানাডার পাবলিক সেফটি মিনিস্টার মার্কো মেনডিসিনো’র বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ কলম্বিয়া প্রিমিয়ার জন হরগান বলেছেন, ৫০০ বছরে এ ধরনের ঘটনা একবার ঘটে। সামনের দিনে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরো বলেছেন, আমরা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছি। তবে খাদ্য ও ওষুধ স্বাস্থ্য ও জরুরি কর্মীরা পৌঁছাবেন। কাউকে খাদ্য মজুদ না করার অনুরোধ করেছেন জন হরগান।

এরই মধ্যে হেলিকপ্টার ব্যবহার করে খাদ্য ও ওষুধ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে।
সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর