প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে কাজ করে যাচ্ছেন, তাদের অবদান অনস্বীকার্য। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা এগিয়ে এসে সরকারের পাশাপাশি যে উৎসাহ প্রদান করছে এজন্য প্রবাসীদের ধন্যবাদ জানাই। তিনি কুশিয়ারা নদীতে ব্রিজসহ এ এলাকার সমস্যাগুলি সমাধান করতে তার আপ্রাণ চেষ্টা থাকবে বলে জানান।
তিনি বুধবার বিকেলে সিলেটের বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘের স্থায়ী কমিটির সাবেক প্রতিনিধি ড. এ. কে. আবদুল মুনিম, সিলেট-২ আসনের এমপি ইয়াইয়াহ চৌধুরী এহিয়া, সিলেট-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান, মৌলভীবাজার সদর আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, ইউপি চেয়ারম্যান এমএ মতিন, প্রবাসী আবদুল কাইয়ুম, মোহাম্মদ হারুন-অর-রশিদ, মশিউর রহমান মশনুর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর