হাওর বার্তা ডেস্কঃ নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। বেশ কিছুদিন ধরেই অসুস্থ হলোএই অভিনেতা। বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে।
আগের চেয়ে খানিকটা সুস্থ তিনি। তাই আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে এ অভিনেতাকে। নায়কের স্ত্রী অভিনেত্রী শাবনাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২ টায় নাঈমকে কেবিনে নেওয়া হয়।
শাবনাজ নাঈমের শারীরিক খবর জানিয়ে বলেন, ‘আল্লাহর রহমতে নাঈম ভালো আছেন। সবার কাছে দোয়া চাই তিনি যেন সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরেন।’
প্রসঙ্গত, খ্যাতিমান পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে ১৯৯১ সালে নাঈমের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। এরপর বেশ কিছু চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পান তিনি।