,

alerk-2111100902

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ভাঙচুর-লুটপাট করছে: ধর্ম প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ধর্ম অবমাননার ঘটনা ঘটানো হয়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী বিক্ষিপ্ত স্থানে ভাঙচুর ও লুটপাট করছে।

বুধবার ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে যারা জড়িত তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত করেছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার হবে।

ঝালকাঠির ডিসি মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, ঝালকাঠির এসপি ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর