ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে টিএপিআই গ্যাস পাইপলাইন প্রকল্প রক্ষা করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ১১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রশাসনের ভারপ্রাপ্ত তালেবান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব গত শনিবার বলেছেন যে, তিনি বহু বিলিয়ন ডলারের টিএপিআই (তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত) গ্যাস পাইপলাইন প্রকল্পের নিরাপত্তার সরাসরি দায়িত্ব নিয়েছেন। তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব, তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রশিদ মেরেদভের সাথে বৈঠকের পর এ মন্তব্য করেন, যিনি এ প্রকল্প এবং আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে আলোচনার জন্য সকালে কাবুলে এসেছিলেন।

রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে তুর্কমেনিস্তানের শীর্ষ কূটনীতিকের সাথে সাক্ষাতের পর ইয়াকুব টুইট করেছেন, ‘আমি সরাসরি টিএপিআই প্রকল্পের নিরাপত্তার‘ দায়িত্বে এবং তদারকিতে রয়েছি। আমরা এ জাতীয় প্রকল্প বাস্তবায়নের জন্য কোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করব না’।

 তুর্কমেনিস্তানের সফররত পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে তালেবানের অন্তর্বর্তী প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন। তালেবানের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘বৈঠকে উভয় পক্ষে সম্পর্ক জোরদার, অর্থনৈতিক, বাণিজ্য, নিরাপত্তা এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে’।

১০ বিলিয়ন ডলারের এ প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে, তুর্কমেনিস্তানের গালকিনিশ গ্যাসক্ষেত্র থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়া ১,৮১৪ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ভারতীয় পাঞ্জাবের ফাজিলকা শহরে ৩৩ বিলিয়ন ঘনমিটার গ্যাস বহন করা হবে। এ প্রকল্প থেকে আফগানিস্তান বার্ষিক ৫০ কোটি ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে।

টিএপিআই-র পাশাপাশি, তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান ৫০০ কিলোভোল্ট লাইন (টিএপি-৫০০) নামে আরেকটি প্রকল্প আফগানিস্তানের মাধ্যমে তুর্কমেনিস্তানের বিদ্যুৎ পাকিস্তানে স্থানান্তর করবে। এ প্রকল্পটি দেশের জন্য ট্রানজিট-মুক্ত হিসাবে বছরে ১১ কোটি ডলার আয় করবে। কাবুল এবং আশগাবাত দুই দেশের মধ্যে ১৩ কিলোমিটার রেলপথ নির্মাণে সম্মত হয়েছে।

আইনত জাতিসংঘ আসন আফগানিস্তানের ‘অধিকার’ : তালেবান
এদিকে তালেবান সরকার রোববার বলেছে যে, জাতিসংঘে (ইউএন) আফগানিস্তানের আসনটি বিশ্ব সংস্থার নিয়ম অনুসারে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের অধিকার। তালেবানের মুখপাত্র সুহেল শাহীন তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘[জাতিসংঘে] স্থায়ী প্রতিনিধি একজনের হওয়া উচিত যিনি আসলে ক্ষমতাসীন সরকারের স্বীকৃত’।

আফগানিস্তানে কার প্রতিনিধিত্ব করা উচিত তা নিয়ে প্রতিদ্বন্দ্বী দাবিগুলো বিবেচনা করছে জাতিসংঘ। তালেবানের হাতে ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্বকারী জাতিসংঘের দূত গোলাম ইসাকজাই দেশটির আসনে থাকতে চাইছেন। রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৯ সদস্যের জাতিসংঘের শংসাপত্র কমিটি আগামী মাসে প্রতিদ্বন্দ্বী আফগানদের দাবি বিবেচনা করবে এবং বছর শেষের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুহেল শাহীন বলেন, ‘আইইএ-এর সার্বভৌমত্ব রয়েছে, সমস্ত সীমান্তের ওপর নিয়ন্ত্রণ রয়েছে এবং জনগণের সমর্থন রয়েছে। এটি একটি সরকারের স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ – যা আইইএ উপভোগ করে’।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন যে, কেউ তালেবানকে আফগানিস্তানের সরকার হিসাবে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করছে না, এটা এই ইঙ্গিত দেয় যে, মস্কো জঙ্গিদের জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার অনুমতি দিতে প্রস্তুত নয়। তিনি আরো বলেন যে, তালেবান নেতাদের ওপর জাতিসংঘ এবং একতরফা নিষেধাজ্ঞার সমাধান করতে হবে, তবে ‘সম্ভবত এখনই নয়’।

নেবেনজিয়া সাংবাদিকদের বলেন, ‘স্বীকৃতির প্রশ্ন উঠবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করবে যে, কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতিগুলি ঘোষণা করেছে তা পূরণ করা হবে’। তিনি তালেবানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করছিলেন – যেটি আগস্টের মাঝামাঝি সময়ে পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে করা হয়েছিল – যার মধ্যে মানবাধিকার, বিশেষ করে নারী ও মেয়েদের এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াই অন্তর্ভুক্ত ছিল।

শুক্রবার, সুহেল টুইটারে পোস্ট করেছেন: ‘আমরা আফগানিস্তানের জনগণের প্রায় ১০ বিলিয়ন ডলারের সম্পদ বন্ধ করে এবং আফগানিস্তানে প্রতিশ্রুত উন্নয়ন সহায়তা এবং প্রকল্পগুলো পুনরায় শুরু করার জন্য আফগানিস্তানকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই’। সূত্র : ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আফগানিস্তানে টিএপিআই গ্যাস পাইপলাইন প্রকল্প রক্ষা করব

আপডেট টাইম : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রশাসনের ভারপ্রাপ্ত তালেবান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব গত শনিবার বলেছেন যে, তিনি বহু বিলিয়ন ডলারের টিএপিআই (তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত) গ্যাস পাইপলাইন প্রকল্পের নিরাপত্তার সরাসরি দায়িত্ব নিয়েছেন। তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব, তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রশিদ মেরেদভের সাথে বৈঠকের পর এ মন্তব্য করেন, যিনি এ প্রকল্প এবং আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে আলোচনার জন্য সকালে কাবুলে এসেছিলেন।

রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে তুর্কমেনিস্তানের শীর্ষ কূটনীতিকের সাথে সাক্ষাতের পর ইয়াকুব টুইট করেছেন, ‘আমি সরাসরি টিএপিআই প্রকল্পের নিরাপত্তার‘ দায়িত্বে এবং তদারকিতে রয়েছি। আমরা এ জাতীয় প্রকল্প বাস্তবায়নের জন্য কোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করব না’।

 তুর্কমেনিস্তানের সফররত পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে তালেবানের অন্তর্বর্তী প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন। তালেবানের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘বৈঠকে উভয় পক্ষে সম্পর্ক জোরদার, অর্থনৈতিক, বাণিজ্য, নিরাপত্তা এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে’।

১০ বিলিয়ন ডলারের এ প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে, তুর্কমেনিস্তানের গালকিনিশ গ্যাসক্ষেত্র থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়া ১,৮১৪ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ভারতীয় পাঞ্জাবের ফাজিলকা শহরে ৩৩ বিলিয়ন ঘনমিটার গ্যাস বহন করা হবে। এ প্রকল্প থেকে আফগানিস্তান বার্ষিক ৫০ কোটি ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে।

টিএপিআই-র পাশাপাশি, তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান ৫০০ কিলোভোল্ট লাইন (টিএপি-৫০০) নামে আরেকটি প্রকল্প আফগানিস্তানের মাধ্যমে তুর্কমেনিস্তানের বিদ্যুৎ পাকিস্তানে স্থানান্তর করবে। এ প্রকল্পটি দেশের জন্য ট্রানজিট-মুক্ত হিসাবে বছরে ১১ কোটি ডলার আয় করবে। কাবুল এবং আশগাবাত দুই দেশের মধ্যে ১৩ কিলোমিটার রেলপথ নির্মাণে সম্মত হয়েছে।

আইনত জাতিসংঘ আসন আফগানিস্তানের ‘অধিকার’ : তালেবান
এদিকে তালেবান সরকার রোববার বলেছে যে, জাতিসংঘে (ইউএন) আফগানিস্তানের আসনটি বিশ্ব সংস্থার নিয়ম অনুসারে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের অধিকার। তালেবানের মুখপাত্র সুহেল শাহীন তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘[জাতিসংঘে] স্থায়ী প্রতিনিধি একজনের হওয়া উচিত যিনি আসলে ক্ষমতাসীন সরকারের স্বীকৃত’।

আফগানিস্তানে কার প্রতিনিধিত্ব করা উচিত তা নিয়ে প্রতিদ্বন্দ্বী দাবিগুলো বিবেচনা করছে জাতিসংঘ। তালেবানের হাতে ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্বকারী জাতিসংঘের দূত গোলাম ইসাকজাই দেশটির আসনে থাকতে চাইছেন। রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৯ সদস্যের জাতিসংঘের শংসাপত্র কমিটি আগামী মাসে প্রতিদ্বন্দ্বী আফগানদের দাবি বিবেচনা করবে এবং বছর শেষের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুহেল শাহীন বলেন, ‘আইইএ-এর সার্বভৌমত্ব রয়েছে, সমস্ত সীমান্তের ওপর নিয়ন্ত্রণ রয়েছে এবং জনগণের সমর্থন রয়েছে। এটি একটি সরকারের স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ – যা আইইএ উপভোগ করে’।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন যে, কেউ তালেবানকে আফগানিস্তানের সরকার হিসাবে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করছে না, এটা এই ইঙ্গিত দেয় যে, মস্কো জঙ্গিদের জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার অনুমতি দিতে প্রস্তুত নয়। তিনি আরো বলেন যে, তালেবান নেতাদের ওপর জাতিসংঘ এবং একতরফা নিষেধাজ্ঞার সমাধান করতে হবে, তবে ‘সম্ভবত এখনই নয়’।

নেবেনজিয়া সাংবাদিকদের বলেন, ‘স্বীকৃতির প্রশ্ন উঠবে যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করবে যে, কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতিগুলি ঘোষণা করেছে তা পূরণ করা হবে’। তিনি তালেবানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করছিলেন – যেটি আগস্টের মাঝামাঝি সময়ে পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে করা হয়েছিল – যার মধ্যে মানবাধিকার, বিশেষ করে নারী ও মেয়েদের এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াই অন্তর্ভুক্ত ছিল।

শুক্রবার, সুহেল টুইটারে পোস্ট করেছেন: ‘আমরা আফগানিস্তানের জনগণের প্রায় ১০ বিলিয়ন ডলারের সম্পদ বন্ধ করে এবং আফগানিস্তানে প্রতিশ্রুত উন্নয়ন সহায়তা এবং প্রকল্পগুলো পুনরায় শুরু করার জন্য আফগানিস্তানকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই’। সূত্র : ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।