ভবিষ্যত প্রজন্মের জন্য প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার ডেল্টা প্ল্যান-২১০০ – পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার ডেল্টা
প্ল্যান-২১০০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধার
উন্নয়নে স্বাধীনতাপূর্ব থেকেই ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা
বিনির্মাণে প্রধানমন্ত্রী দেশের পানি ব্যবস্থাপনায় রাখছেন অনন্য সাধারণ অবদান।
ডেল্টা প্ল্যান বাস্তবায়নেই হবে জাতির সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ।
আজ রাজধানীর পানিভবনের হলরুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বঙ্গবন্ধু
প্রকৌশলী পরিষদ আয়োজিত “বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে বাপাউবো'র
চ্যালেঞ্জ ও উত্তরণ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ
প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন,
দেশের প্রথম শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের অগ্রণী ভূমিকা রাখা
গৌরবের বিষয়। প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদের আরো যোগ্য হতে হবে।
ডেল্টা প্ল্যানের নির্দিষ্ট ৬টি অভীষ্টের সবগুলো পানিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট।
ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডে ডেল্টা ইউনিট প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান
ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের
সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক
ফজলুর রশিদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা
প্রকৌশলী মোঃ নুরুজ্জামান।
অনুষ্ঠানে ডেল্টাপ্ল্যান বাস্তবায়ন সংশ্লিষ্ট নানাদিক নিয়ে মূল প্রবন্ধ
উপস্থাপনা করেন পাউবো’র অতিরিক্ত মহাপরিচালক ড. মিজানুর রহমান এবং ‘সাপোর্ট টু
ইমপ্লিমেন্ট অব বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ এর ডেপুটি টিম লিডার প্রকৌশলী গিয়াস
উদ্দীন আহম্মদ চৌধুরী।

#

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর