হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলশান ২-এ একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি জানান, বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটে গুলশান ২-এর ১০৩ নম্বর সড়কের ১৩৮ নম্বর বাসায় আগুন লাগে। ছয়তলা বাসাটির ১, ২ ও ৩ তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।