বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো মালয়েশিয়া

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে বিদেশি নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

Malaysia... Truly Asia - Amazon Travel & Tourismমালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির সরকার বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ওইসব দেশের নাগরিকরা শর্তসাপেক্ষে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।

 

ভ্রমণের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদি পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। বৈধ মালয়েশিয়ান ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়ার প্রমাণপত্র থাকতে হবে। এ ছাড়া করোনার আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলের নেগেটিভ সনদ লাগবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর