হাওর বার্তা ডেস্কঃ বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।
কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বর্তমানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।