আলাস্কায় ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে ৮.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৮.২। এর উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

দ্য ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার (এনটিডব্লিউসি) আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে।

অপরদিকে দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) দেশটির হাওয়াই ও গুয়ামে সতর্কতা জারি করেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর