শিমুলিয়া ঘাটে জনস্রোত অব্যাহত

হাওর বার্তা ডেস্কঃ চলমান কঠোর লকডাইনের বিধিনিষেধ উপেক্ষা করে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আজ বুধবার (২৮ জুলাই) এই নৌ-রুটের প্রতিটি ফেরিতেই শতশত যাত্রী ও ব্যক্তিগত অনেক গাড়ি পদ্মা পারি দিতে দেখা গেছে।

এদিকে লকডাউন বাস্তবায়ন ও ফেরিতে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে ঘাটের অভিমুখে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। তবে তা অতিক্রম করতে যাত্রীরা বিভিন্ন অজুহাতসহ। বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রীদেরও প্রচন্ড ভিড় রয়েছে। প্রতিটি ফেরিতেই শতশত ঢাকামুখী মানুষ। আবার শিমুলিয়া হয়ে বাংলাবাজার যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অনেক যাত্রী। তবে ফেরিতে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চেয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে অনেক বেশি। এখানে উপেক্ষিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি।

যানবাহন না পেয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা ঢাকামুখী যাত্রীরা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন পায়ে হেঁটে ও ছোট ছোট যানবাহনে করে যাচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর