প্যারাসুটে নামার প্রশিক্ষণ নিচ্ছে রাশিয়ার সামরিক কুকুর!

হাওর বার্তা ডেস্কঃ কুকুরের জন্য নতুন ধরনের প্যারাসুট তৈরি করেছে রাশিয়া।যেসব জায়গায় বিমান অবতরণ করতে পারে না, সেসব জায়গায় প্যারাসুটের সাহায্যে এসব কুকুর পাঠানো হবে। কুকুরদের প্যারাসুটে অবতরণ করার জন্য প্রশিক্ষণও দিচ্ছে রুশ সেনাবাহিনী।

টেকনোডিনামিকা নামে এক প্রতিষ্ঠান নতুন ধরনের এই প্যারাসুট তৈরি করেছে। তারা এরইমধ্যে এই প্যারাসুটের পরীক্ষামূলক কয়েকটি ছবি,ভিডিও আর সংশ্লিষ্টদের সাক্ষাৎকার তাদের ইনস্টাগ্রাম আর ইউটিউবে পোস্ট করেছে।

টেকনোডিনামিকা এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের প্যারাসুট রাশিয়ায় এই প্রথম। এই প্যারাসুটে একজন সেনা একটা সামরিক কুকুরকে সাথে নিয়ে বিমান অবতরণ করতে পারে না এমন জায়গায় উদ্ধার অভিযান চালাতে পারবে।

টেকনোডিনামিকার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা বিমান থেকে প্রশিক্ষিত সামরিক কুকুর নিয়ে প্যারাসুটে নামতে প্রস্তুত হচ্ছে। প্যারাসুটে মানুষের সামনে কুকুর বহন করার আলাদা চেম্বার আছে।

চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে এই প্যারাসুটের ব্যবহার শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর