পশ্চিমবঙ্গে এবার ‘খেলা হবে’ দিবস পালন হবে

হাওর বার্তা ডেস্কঃ এবার খেলা হবে দিবস পালন করবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ‘খেলা হবে’ দিবস পালন করবে। তবে এর দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, শীঘ্রই ঘোষণা করা হবে।

এদিকে ‘খেলা হবে দিবস’ পালনের উদ্যোগকে ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

কেউ কেউ কটাক্ষ করে বলছেন, সেদিন দিদি একাদশ বনাম দাদা একাদশের ম্যাচ হবে। তবে নির্বাচনের আগে যে ‘খেলা হবে’ স্লোগানকে কেন্দ্র করে সাড়া পড়েছিল বাংলা জুড়ে, সেই খেলা হবে স্লোগানকে ঘিরে দিবস পালন উদ্যোগের কথা শুনেই সাড়া পড়ে গিয়েছে বিভিন্ন মহলে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগান দিয়েই বিজেপিকে বিপুল ব্যবধানে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে কাকদ্বীপ ছড়িয়ে পড়েছিল এই স্লোগান। জেলায় জেলায় রীতিমতো ডিজে বাজিয়ে তৃণমূল কর্মীরা গলা মিলিয়েছিলেন এই গানের তালে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর