হাওর বার্তা ডেস্কঃ তুরস্কের কৃষ্ণসাগরে ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবি’ষ্কার করেছে তুরস্ক। এ গ্যাস আবি’ষ্কারের ফলে দেশের অর্থনীতিতে নতুন সুবাতাস বইবে বলে ধারণা করা হচ্ছে।গতকাল শুক্রবার (৪ জুন) গ্যাসের এ বিশাল মজুদ
আবি’ষ্কারের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান । খবর ডেইলি সাবাহর। এরদোগান বলেন, সাকারিয়া গ্যাস ক্ষেত্রের আমাসরা-১ কূপে আমা’দের তেল-গ্যাস অনুসন্ধাকারী জাহাজ ফাতিহ ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস
আবি’ষ্কার করেছে। আমা’দের অনুসন্ধান অব্যা’হত রয়েছে। আল্লাহ চাইলে, আমর’া আশা করছি ওই এলাকা থেকে আরও সুখবর মিলবে। এরদোগান আরও বলেন, ভবি’ষ্যতে ফিলিওসি ভ্যালি প্রজেক্ট উৎপাদন, র’প্ত ানি এবং এ এলাকায় কর্মসংস্থান
যার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকে’টের ১৪তম আসরের বাকি অংশ আরব আমিরাতে করার সি’দ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এছাড়া চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সি’দ্ধান্তের
জন্য আইসিসির কাছে আরও সময় চেয়েছে তারা। তবে এর আগেই পাকি’স্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানালেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে না। আইপিএলের মতোই আরব আমিরাতে সরিয়ে নেয়া হবে কুড়ি ওভারের এই বিশ্বকাপ। এর পেছনে কারণ হিসেবে সেপ্টেম্বর-
অক্টোবরের বৃষ্টির কথা উল্লেখ করেছেন এহসান মানি। এ ব্যাপারে পাকি’স্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ডট কমে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা ভারতে হওয়ার কথা ছিল, সেটা এখন আরব আমিরাতে চলে যাচ্ছে। আইপিএলের বাকি ম্যাচগু’লোও তো আরব আমিরাতে নিতে বাধ্য হয়েছে ভারত।’
আরও সংবাদ
কোরআন তেলাওয়াত করা অবস্থায় শিশুসহ প্রাণ গেল দুইজনের
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় মসজিদের মাইক ঘোরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়া নামে এক ব্যক্তি এবং মসজিদের ভেতরে মাইকের মাউথপিস হাতে কোরআন তেলাওয়াতরত শিশু মো. আলিফের মৃ”ত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃ”ত শিশু আলিফ গোয়ালেরচর ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের শাহজল আকন্দের ছেলে এবং মৃ”ত রিপন মিয়া একই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রিপন মিয়া গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মসজিদের মাইকটি ঘোরানোর সময় নিকটস্থ বৈদ্যুতিক খুঁটির তারে মাইকের স্পর্শ লাগে। এতে মাইকের তার বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মা”রা যান রিপন মিয়া। একই সময়ে মাইকের তারে সঞ্চালিত বিদ্যুতের স্পর্শে মসজিদের ভেতরে বসে মাইকের মাউথপিস হাতে কোরআন তেলাওয়াতরত শিশু মো. আলিফও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা”রা যায়।
বিষয়টি জানাজানি হলে সেখানে বিপুলসংখ্যক গ্রামবাসী ম”র”দেহ দেখতে ভিড় করে। আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃ”ত্যুতে তাদের পরিবার এবং এলাকাবাসীর মধ্যে শো”কের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলি’শ সুপার মো. সুমন মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুইজনের মৃ”ত্যুর ঘটনাটি খুবই ম”র্মা”ন্তি”ক’। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি অপ”মৃ”ত্যুর মাম”লা দায়ের করা হয়েছে।