হাওর বার্তা ডেস্কঃ ভারতের মুম্বাইয়ে একটি নির্মাণাধীন ভবনের কাঠামোর একটি দ্বিতল আবাসিক ভবন ধসে পড়ে ১১ জনের মৃত্যু এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। বুধবার (৯ জুন) গভীর রাতে শহরতলির একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছেন, এখনও অনেকেই ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে এবং উদ্ধারকাজ চলছে।
তারা জানিয়েছে, মুম্বাইয়ের নাগরিক সংস্থা বিএমসি আশেপাশের আরও তিন তলা কাঠামো থেকে লোকজনকে উদ্ধার করছে, তারাও জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলেই জানা গেছে।
স্থানীয় পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয়রাও অনুসন্ধান দলে যোগ দিয়ে আহতদের উদ্ধার করে এবং শহরতলির কান্দিভালি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের একজন চিকিৎসক বলেন, “১৯ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়, যার মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ৮ জনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।”
বুধবার (৯ জুন) রাত ১১টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলেই বিএমসি বিপর্যয় পরিচালন সেল সূত্রে জানা গেছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটলো তা এখনও পরিষ্কার নয়।