শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মহামারির মধ্যেও ‘শিক্ষা আইন ২০২০’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার ‘চাইল্ড পার্লামেন্টে সেশন ২০২১’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও ‘শিক্ষা আইন ২০২০’-এর খসড়া চূড়ান্ত করেছি। এখন মন্ত্রিপরিষদে যাবে। এরপর কয়েক ধাপ প্রক্রিয়া শেষ করে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদে আইনটি পাস হয়ে গেলে বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, শিক্ষা আইনে শিক্ষার্থীদের জন্য সব ধরনের নোট এবং গাইড নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সরকারের অনুমতি নিয়ে সহায়ক বই প্রকাশ করা যাবে। এছাড়া শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট, কোচিং করাতে পারবেন না। তবে ফ্রিল্যান্সিং কোচিংয়ে বাধা থাকবে না। শিক্ষক-শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন কোচিংয়ে যেতে পারবেন না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর