বাংলাদেশ-ভারত সীমান্তে যাতায়াত বন্ধদুই সপ্তাহের জন্য

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের সীমান্তে সব ধরনের চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন। আগামী দুই সপ্তাহ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এই সময়ের মধ্যে কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে পারবে না। এবং ভারতে যে বাংলাদেশিরা অবস্থান করছে তারাও ভিসার মেয়াদ শেষ না হওয়ার আগ পর্যন্ত দেশে ফিরতে পারবে না বলেও জানিয়েছে তারা।

ভিসার মেয়াদ শেষ পর্যায়ে হলে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসা যাবে না বলেও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের এক লিখিত নির্দেশনায় বলা হয়। হাই কমিশনের অনুমতি ছাড়া কলকাতায় অবস্থান করা কোন বাংলাদেশি এই সময়ে দেশে ফিরতে পারবে না বলেও কঠোর নির্দেশনা রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর