১৯ এপ্রিল থেকে প্রাপ্তবয়স্করা টিকা পাবে যুক্তরাষ্ট্রে

হাওর বার্তা ডেস্কঃ দু সপ্তাহ পরে অর্থাৎ ১৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিতে পারবেন প্রাপ্তবয়স্করা। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে আগামী জুন থেকে ক্যালিফোর্নিয়ায় ব্যবসায় বাণিজ্য খুলে দেওয়ার কথা জানানো হয়েছে।

বাইডেন বলেন, ১ মে থেকে প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার আওতায় আনা হলেও তা আগিয়ে ১৯ এপ্রিল করা হচ্ছে। আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলছে। আমরা ভ্যাকসিন গ্রহণকে আরও সহজ করার চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, আমরাই প্রথম দেশ যারা ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দিচ্ছি। ইতোমধ্যেই ৬ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এদিকে ক্যালিফোর্নিয়ায় আগামী ১৫ জুনের মধ্যে সবকিছু চালু হওয়ার আশ্বাস জানানো হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার গর্ভনর গেভিন নিউসম।

জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর থেকেই করোনাভাইরাস পরিস্থিতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবুও শনাক্ত  ও মৃত্যু দুদিন থেকে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর