হাওর বার্তা ডেস্কঃ রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাত ৯ টা ২৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে। উৎপত্তিস্থলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।
রংপুর থেকে জানান, রংপুরসহ বিভাগের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৫ মিনিটের পর কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প। এসময় আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন অনেকেই।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ ডিগ্রি। আর উৎপত্তিস্থল ভারতের সিকিমে।
দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।