হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, পণ্য পরিবহন, ওষুধ, জ্বালানি, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, গার্মেন্টস সামগ্রী ও সংবাদপত্র এ নিষেধাজ্ঞার আওতামুক্ত।
রোববার (৪ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।
এছাড়া আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলে সরকারি প্রজ্ঞাপনেও জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এ প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, সব ধরনের গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশগামী/বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।