৫ এপ্রিল থেকে সাড়া দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনা উগ্রগতি বাড়ার কারণে দেশের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবর জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে বলা হয়, পরবর্তি নিদেশনা না দেয়া পর্যন্ত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল বন্ধ থাকবে। এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহামারি সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা আসছে। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোমবার কিংবা মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে লকডাউন দেওয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর