বেয়াই বাড়িতে বেড়াতে রাষ্ট্রপতি

সোমবার দুপুরে জামালপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। দুপুর পৌনে ১২টায় জামালপুর জেলা স্কুল মাঠে তার বহনকারী হেলিকপ্টরটি অবতরণ করে। এরপর সেখান থেকে সার্কিট হাউজে যান তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর ১২টায় যাবেন সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে।

এরপর সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে তার বেয়াই বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক এম বদিউজ্জামানের বাড়িতে বেড়াতে যাবেন রাষ্ট্রপতি। সেখানেই তিনি মধ্যহ্নভোজ করবেন।

পরে বিকেল ৪টায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন

খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার থাকাকালীন ২০০০ সালে তার কন্যা স্বর্ণা হামিদকে বদিউজ্জামানের ছোট ছেলে যুগ্ম কর কমিশনার মাহমুদুজজ্জামানের সাথে বিয়ে দেন।

বিয়ের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার থাকাবস্থায় একবারের জন্য সরিষাবাড়ীস্থ তার বেয়াই বাড়িতে এসেছিলেন তিনি। আজ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মত বিয়াই বাড়ি যাচ্ছেন।

রাষ্ট্রপতির সফর সফল করতে উপজেলা প্রশাসন নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বলে জানান সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিছ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর