নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদন-ফতেপুর বেহাল সড়ক সংস্কারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে। বুধবার (০৮ জানুয়ারি) উপজেলার ফতেপুর, তিয়শ্রী ও মদন ইউনিয়নে পৃথকভাবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মদন উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ ও মজলিশে শুরা সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মাও. রুহুল আমিন ও সহকারী অধ্যাপক বদরুল আমীন, উপজেলা সেক্রেটারী প্রভাষক ফরিদুল ইসলাম, সাবেক সেক্রেটারী ফজলুল হক ও প্রেসক্লাব সা. সম্পাদক জাকির হোসেন তাং উজ্জ্বল।
বক্তারা বলেন, ১৭ বছরেও এ রাস্তাটি সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে। তিনটি ইউনিয়নে ১৩ কিলোমিটার সড়ক দিয়ে ২৫ গ্রামের লোকজন অতি কষ্টে যাতায়াত করছে। সড়কটিতে বড় বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় আহত হচ্ছে যাত্রীরা। বাস, সিএনজি ও অটোরিকশায় যাত্রীরা বাধ্য হয়ে দুর্ঘটনার শঙ্কা নিয়েই চলাচল করছে। গর্ভবতী মা-শিশু ও রোগীরা পড়েছে বিপাকে। উপজেলার ২৫টি গ্রামের লোকজনের কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, মদন-ফতেপুর (নেত্রকোনা) রাস্তা পুনর্নির্মাণে ইন্জিনিয়ার, ইউএনও এবং ডিসি গড়িমসি করলে বুঝে নিতে হবে তারা শেখ হাসিনার দোসর।