ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ‘যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বোই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ৬ বার

যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বোই- এমন প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য।

একই জামাতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ইশরাক হোসেন ও কয়েকটি রাজনৈতিক দলের নেতা। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও অংশ নেন এ ঈদ জামাতে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। এটি যেন স্থায়ী হয় সে চেষ্টা অব্যাহত রাখব।’

নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আজ নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আগত মুল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।’ এ সময় প্রবাসী ও নারীদেরও জাতির পক্ষ ঈদের শুভেচ্ছা জানান ড. ইউনূস।

জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রতিটি পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে। আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ‘যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বোই’

আপডেট টাইম : ১০:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বোই- এমন প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য।

একই জামাতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ইশরাক হোসেন ও কয়েকটি রাজনৈতিক দলের নেতা। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাও অংশ নেন এ ঈদ জামাতে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। এটি যেন স্থায়ী হয় সে চেষ্টা অব্যাহত রাখব।’

নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আজ নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আগত মুল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।’ এ সময় প্রবাসী ও নারীদেরও জাতির পক্ষ ঈদের শুভেচ্ছা জানান ড. ইউনূস।

জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রতিটি পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে। আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’