Relatives lower a coffin with the body of a woman who died from the coronavirus disease (COVID-19), during her funeral at a graveyard in New Delhi, India, August 22, 2020. REUTERS/Adnan Abidi

বিশ্বে করোনায় ২৭ লাখ ৭৯ হাজারের বেশি মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ কোটি ৬৭ লাখ ৩৬৪ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৭৯ হাজার ৭৪১ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ২১ লাখ ৬২ হাজার ৮৮৭ জন।

শনিবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি আট লাখ ৫৩ হাজার ৩২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬১ হাজার ১৪২ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ২৬৮ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ২৪ লাখ ৭ হাজার ৩২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ সাত হাজার ৩২৬ জনের। তবে ১ কোটি ৮ লাখ ২৪ হাজার ৯৫ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৩৭৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬১ হাজার ২৭৫ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১২ লাখ ৯২ হাজার ৮৪৯ জন।

এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ১ হাজার ৮৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৭ হাজার ১৭ জন। এরই মধ্যে ৪১ লাখ ২০ হাজার ১৬১ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৪ লাখ ৬৫ হাজার ৯৫৬ জন। এর মধ্যে মারা গেছেন  ৯৪ হাজার ২৭৫ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮৮ হাজার ৬২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর