গেরুয়া পোশাকে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন সাধুবাবা, অতঃপর..

হাওর বার্তা ডেস্কঃ বেশবাস তার সাধুর মতো। চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন তিনি। ব্যস, আর যায় কোথায়! খাঁচার সিংহ থাবা বসিয়ে দিয়ে ওই ব্যক্তিটিকে টেনে নিয়ে যাচ্ছিল তার ডেরায়। সিংহ পালকের চেষ্টায় শেষতক কোনোমতে রক্ষা পেলেন ওই সাধুবেশী। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটে।

সাধুর বেশে থাকা ওই ব্যক্তির নাম গৌতম গুছাইত। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে একজন ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। একাধিকবার বারণ করা সত্ত্বেও চিড়িয়াখানার বিভিন্ন অংশে তিনি ঘুরে বেড়াতে থাকেন। শেষে এসে পড়েন একেবারে সিংহের খাঁচার সামনে। সেখানে পাঁচিলে উঠে তিনি সিংহের এনক্লোজারে ঝাঁপ দেন। ওই এনক্লোজারে সিংহ ছাড়াই থাকে। কেউ কিছু বোঝার আগেই সিংহটি ওই ব্যক্তিকে থাবা বসিয়ে দেয়। কাছেই ছিলেন সিংহের পালক। তার নজর এড়িয়েই ওই ব্যক্তিকে ভিতরের দিকে টেনে নিয়ে যেতে দেখা যায় সিংহটি। তখনই ওই পালক কোনোমতে এগিয়ে এসে ব্যক্তিকে রক্ষা করেন। আপাতত তাঁর চিকিৎসা চলছে।

গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পা ও ডান কাঁধে আঘাত রয়েছে। কোমরেও আঘাত পেয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর