হাওর বার্তা ডেস্কঃ ইন্টারনেটের অপব্যবহারসহ পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো বন্ধ ও নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
গতকাল এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় মাদারীপুর শিবচরে ১৭ বছর বয়সি এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে পত্রিকার প্রতিবেদনে প্রকাশিত হয়। পত্রিকান্তরে প্রকাশ প্রেমের সম্পর্কের জের ধরে ব্যক্তিগত অন্তরঙ্গের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় মেয়েটি লোক লজ্জা, পারিবারিক, সামাজিক ও মানসিক চাপে আত্মহননের মতো পথ বেছে নেয়।
তথ্যপ্রযুক্তির নির্ভরতা, ইন্টারনেটের অপব্যবহার, সন্তানের প্রতি পরিবারের উদাসীনতা ও পারিবারিক বন্ধনহীনতার কারণে মানুষের মূল্যবোধগুলো নষ্ট হচ্ছে। যার ফলে মানসিক স্বাস্থ্য নষ্টসহ, হতাশা ও বিষন্নতায় নিমজ্জিত হচ্ছে, ইন্টারনেটের অপব্যবহারের কারণে ব্ল্যাকমেইলসহ বিভিন্ন সংকটের সম্মুখীন হয়ে অনেক নারী ও কিশোরীরা আত্মহত্যার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।