শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপার বন্ধ

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে। এতে করে বিপাকে পড়েছেন পদ্মা পারের জন্য অপেক্ষারত যাত্রীরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার আহমেদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। ফলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, বর্তমানে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে দুই শতাধিক যানবাহন নৌপথ পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর