ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পী’ দিয়ে মাতিয়ে এবার তারা দারোয়ান ও কাজের মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারে সেরা সময়ে রয়েছেন দুজনে। বর্তমান প্রজন্মে বাংলা নাটকে সবচেয়ে জনপ্রিয় জুটিও বলা হচ্ছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। তাদের দুজনকে একসঙ্গে পেলেই আগ্রহী হয়ে উঠছেন দর্শক। ভাইরাল হয়ে যাচ্ছে তাদের নাটকগুলো।

সর্বশেষ তারা ‘শিল্পী’ দিয়ে বাজিমাত করেছেন। সেই নাটকটি যেমন দর্শককে বিনোদনের খোরাক দিয়েছে তেমনি করে নাটকে ব্যবহার করা কিছু পুরনো সিনেমার গানের সঙ্গে নিশোর পারফর্ম মন জয় করে নিয়েছে কোটি মানুষের।

এবার এই দুজনকে নিয়ে নতুন নাটক তৈরি করলেন মহিদুল মহিম। নাম ‘বান্টি বানু’।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটকটি। যাতে এই শহরের এক বাড়ির দারোয়ান বান্টির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে আর বাসার কাজের মেয়ে বানুর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

নাটকটি সম্পর্কে এর নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি কমেডির আদলে গড়া। তবে এর মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্পও নিহিত রয়েছে। নাটকের সংলাপগুলো অনেক মজা করে লিখেছি। নিশো ভাইয়া ও মেহজাবীন আপু বরাবরের মতোই চমৎকার অভিনয় করেছেন। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বান্টি বানু’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শিল্পী’ দিয়ে মাতিয়ে এবার তারা দারোয়ান ও কাজের মেয়ে

আপডেট টাইম : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারে সেরা সময়ে রয়েছেন দুজনে। বর্তমান প্রজন্মে বাংলা নাটকে সবচেয়ে জনপ্রিয় জুটিও বলা হচ্ছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। তাদের দুজনকে একসঙ্গে পেলেই আগ্রহী হয়ে উঠছেন দর্শক। ভাইরাল হয়ে যাচ্ছে তাদের নাটকগুলো।

সর্বশেষ তারা ‘শিল্পী’ দিয়ে বাজিমাত করেছেন। সেই নাটকটি যেমন দর্শককে বিনোদনের খোরাক দিয়েছে তেমনি করে নাটকে ব্যবহার করা কিছু পুরনো সিনেমার গানের সঙ্গে নিশোর পারফর্ম মন জয় করে নিয়েছে কোটি মানুষের।

এবার এই দুজনকে নিয়ে নতুন নাটক তৈরি করলেন মহিদুল মহিম। নাম ‘বান্টি বানু’।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটকটি। যাতে এই শহরের এক বাড়ির দারোয়ান বান্টির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে আর বাসার কাজের মেয়ে বানুর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

নাটকটি সম্পর্কে এর নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি কমেডির আদলে গড়া। তবে এর মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্পও নিহিত রয়েছে। নাটকের সংলাপগুলো অনেক মজা করে লিখেছি। নিশো ভাইয়া ও মেহজাবীন আপু বরাবরের মতোই চমৎকার অভিনয় করেছেন। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বান্টি বানু’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায়।