হাওর বার্তা ডেস্কঃ বইমেলার কতদিন চলবে সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল বইমেলা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এটি চলবে টানা ২৮ দিন।
বৃহস্পতিবার মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন৷
এর আগে গত সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছিলেন, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে। তবে কবে মেলা শেষ হবে সে বিষয়ে আমরা প্রকাশকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব।