সৌদিতে বেসরকারিখাতে বেড়েছে নাগরিকদের সংখ্যা, প্রবাসী কর্মী কমেছে

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে গত বছর বেসরকারি খাতে সে দেশের নাগরিকদের নতুন করে অনেকের কাজের সুযোগ হয়েছে। একই সময়ে বেসরকারি বিভিন্ন সেক্টরে প্রবাসী শ্রমিকের সংখ্যা কমেছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাগরিকদের চাকরি দেওয়ার হার বেসরকারি খাতে ২.৯ শতাংশ বেড়েছে। এতে করে সে দেশের ৪৯ হাজার নাগরিক চাকরি পেয়েছেন।

অন্যদিকে বেসরকারিখাতে প্রবাসীদের হার ২.৬ শতাংশ কমেছে। ফলে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের শেষের দিকে এসে বেসরকারি খাতে প্রবাসী কর্মীর সংখ্যা এক লাখ ৬০ হাজার পাঁচশ জন কমে গেছে।

জানা গেছে, সৌদি আরবে নতুন করে চাকরিতে যোগ দেওয়া ৪৯ হাজার জনের মধ্যে ৪২ হাজার চারশ জনই নারী। আর পুরুষের সংখ্যা ছয় হাজার ছয়শ জন।

সূত্র: সৌদি গেজেট

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর