চাঁদে চীনের সফল অভিযান, মাটি-পাথর নিয়ে ফিরল মহাকাশযান

হাওর বার্তা ডেস্কঃ চাঁদ থেকে দুই কিলোগ্রাম পাথর ও মাটি নিয়ে নিরাপদে ফিরে এলো চীনের মহাকাশযান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৪ বছর পর চাঁদের মাটি ও পাথর পৃথিবীতে নিয়ে আসার ঘটনা ঘটলো।

জানা গেছে, পৃথিবীতে ক্যাপসুলটি অবতরণ করেছে বৃহস্পতিবার সকালে। পৃথিবীতে নামার আগেই এটি অরবিটার মডিউল থেকে আলাদা হয়ে যায়।

এর ফলে গতিবেগ কমে যায়। তারপর প্যারাসুট দিয়ে নেমে আসে ইনার মঙ্গোলিয়ার সিজিয়াং-এ। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, তিনশ কোজির ক্যাপসুল উদ্ধার করতে সঙ্গে সঙ্গে কর্মীরা পৌঁছান। তারা ক্যাপসুলটি দেখে সেটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন।

চাঁদে সফল অভিযানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চাঁদ থেকে আনা মাটি ও পাথর একেবারে অমূল্য সম্পদ।

সূত্র: বিবিসি

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর