হাওর বার্তা ডেস্কঃ সব ঠিক থাকলে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতেই বাংলাদেশ করোনাভাইরাস এর ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান: ভ্যাকসিন প্রয়োগে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না বলে আশা করছে সরকার।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় গাইডলাইনসমূহের মোড়ক উন্মোচন এবং হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয়তা বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে।
অন্যদিকে, সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু হবে।