কনের করোনা, পিপিই কিট পরে মাল্যদান

হাওর বার্তা ডেস্কঃ ভারতের রাজস্থান প্রদেশের জয়পুরে দেশের প্রথম বিয়েটি অনুষ্ঠিত হল পিপিই কিট পরে। চন্দনচর্চিত কনের সাজ ঢাকা পড়লো কিট-এ। বরের টোপর এর জায়গায় দেখা গেল পিপিইর  হুড। শুধু, বর-কনেই নয়, বিয়ের পুরোহিত, কনের বাবা-মাকেও কিট পরতে হয়েছিল। অভিনব এই বিয়ের আসরটি বসে বারান জেলার ছত্ররাং গ্রামে।

বিয়ের আগের দিন কনে করোনা পজিটিভ হয়। তার মায়ের কদিন আগেই করোনা হয়েছিল। মাথায় হাত পড়ে পাত্র-পাত্রী পক্ষের। বিয়ে না হলে কন্যা লগ্নভ্রষ্টা হবে। জেলা কর্তৃপক্ষের দ্বারস্থ হয় দুই পক্ষই। এইরকম সমস্যায় কখনো পড়েনি জেলা প্রশাসন। ঘটনার মানবিকতার দিকটি বিবেচনা করে তারা জেলার স্বাস্থ্য অধিকর্তা এবং স্থানীয় চিকিৎসক ডাঃ আরিফকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়ে।

কমিটি সিদ্ধান্ত নেয়, স্থানীয় কোভিড সেন্টারে বিয়ে হবে এবং বিয়েতে কেবল উপস্থিত থাকবে বর-কনে,  পুরোহিত এবং বর-কনের বাবা-মা। এবং সবাইকে বাধ্যতামূলকভাবে পিপিই পরতে হবে। সেই ভাবেই কোভিড সেন্টারের প্রথম বিয়েটি অনুষ্ঠিত হয়। ফুলশয্যায় বর-কনে পিপিই পরে থাকবেই -এমন গ্যারান্টি অবশ্য কেউই দিতে পারেননি!।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর