হাওর বার্তা ডেস্কঃ এবার করোনায় আক্রান্ত হলেন সালমান খানের ম্যানেজার জর্ডি পাটেল। এ নিয়ে এই অভিনেতার দপ্তরের চারজন কর্মী করোনায় আক্রান্ত হলেন।
চলতি মাসের শুরুতেই সালমানের গাড়ির চালক অশোক ছাড়া আরও দুই কর্মীর কোভি়ড রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সালমান ১৪ দিনের জন্য নিজেকে কোয়রান্টাইন করেছেন। এরপর গত ১৯ নভেম্বর সালমানের পুরো পরিবারের কোভিড পরীক্ষা হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও আইসোলেশন ঠিকই চলছিল।
১০ দিনের মাথায় ফের আরও এক কর্মীর শরীরে করোনা হানা দেয়। ম্যানেজার জর্ডি পটেল, গাড়ির চালক অশোক ও বাকি দুই কর্মীর চিকিৎসায় কোনও ত্রুটি যেন না থাকে, সে দিকে খেয়াল রাখছেন অভিনেতা। আপাতত মুম্বাইয়ের একটি স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
এদিকে সালমানের বাবা-মায়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছিল। কিন্তু বর্তমান এই পরিস্থিতি মাথায় রেখে সে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সালমান।