বিজয় দাস নেত্রকোনাঃ আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রধান সমন্বয়ক নেত্রকোনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মুহ. আব্দুল হাননান খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ডিআইজি ছিলেন। আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৩১৮ এর সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন প্রমুখ।